বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘সাম্প্রতিক দুই বিদেশি হত্যাকাণ্ডে আইএস জড়িত নয়; দেশিয় বিশেষ ষড়যন্ত্রকারী মহলই জড়িত।’ রবিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গায় নতুন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠান পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ কথা করেন তিনি।
তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধির অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুর উপজেলাধীন খালিশপুরে নবগঠিত ব্যাটালিয়নটির সদর দফতর স্থাপিত হবে। সরকারের নির্দেশে বাংলাদেশের সীমান্ত এলাকায় অচিরেই আরও নতুন নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হবে। বিজিবি সদস্যদের পাহারার সুবিধার্থে ইতিমধ্যেই পার্বত্য সীমান্তে সীমান্ত সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। দেশের অন্যান্য সীমান্ত এলাকাগুলোতে পর্যায়ক্রমে একই সড়ক নির্মাণ করা হবে।’
বিজিবি মহাপরিচালক বলেন, ‘চুয়াডাঙ্গার ৬-বিজিবি ব্যাটালিয়ন সদরসহ দেশের সীমান্তবর্তী এলাকায় এ পর্যন্ত ৪টি হাসপাতাল নির্মাণ কাজ শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামীতে যে কোনো সময় এই হাসপাতালগুলি উদ্বোধন করবেন।’ তিনি বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের পর নাম পরিবর্তন করে বাহিনীটির অনেক উন্নতি হয়েছে। বেতন বৃদ্ধিসহ অনেক সুবিধাদি দেয়া হয়েছে। বিজিবিতে চাকরিরত মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস এবং চুয়াডাঙ্গা, ঝিনাদহ জেলা পরিষদ প্রশাসকরা।