৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে ভারতে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

বিজিবি ও সীমান্তসূত্র জানিয়েছে, পঁচাভান্ডার সীমান্ত সংলগ্ন ৮৬২ নম্বর মেইন পিলারের কাছে ভারতের তেতলিরছড়া গ্রামের গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপার করার সময় ভারতীয় ৩৫ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙারখাতা ক্যাম্পের টহল দল উভয় দেশের গরু পারাপাকারীদের ধাওয়া করে। এ সময় ভারতীয় গরু ব্যবসায়ীরা ভারতের ভেতরে পালিয়ে গেলেও বাংলাদেশি টংটিংডাঙা গ্রামের গরু পারাপাকারী শাহাজুল ইসলামের ছেলে আব্দুর রশিদ(৩৫) ও পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙা গ্রামের জয়নাল হকের ছেলে লিটন হক(৩০) কে আটক করে ভারতে নিয়ে যায় বিএসএফ।

বিজিবির শমসেরনগর ক্যাম্পের হাবিলদার নজরুল ইসলাম জানান, অবৈধভাবে ৫-৬ জনের একটি দল গরু আনতে সীমান্তে গেলে ভারতীয় বিএসএফ দুই বাংলাদেশিকে আটক করেছে।

 

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র লালমনিরহাট অধিনায়ক লে. কর্নেল বজুল রশিদ হায়াতীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন বলে জানান

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ