১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই দিনের সফরে সুন্দরবন যাবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার দুই দিনের সফরে সুন্দরবন, পায়রা বন্দর ও কুয়াকাটা যাচ্ছেন। তিনি সোমবার সকালে হেলিকপ্টার যোগে সুন্দরবনের হিরন পয়েন্টে পৌঁছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড এই বনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতি সোমবার বিকাল পর্যন্ত ৪ ঘণ্টা সুন্দরবন পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে পটুয়াখালীরর নির্মিত পায়রা বন্দরে যাবেন। পায়রা বন্দর পরিদর্শন শেষে কুয়াকাটায় পৌঁছে সেখানকার পর্যটন এলাকাগুলো পরিদর্শন করবেন। রাতে কুয়াকাটায় পর্যটন হলিডে কমপ্লেক্সে রাত্রি যাপন শেষে মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরবেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম রাষ্ট্রপতির সুন্দরবন, পায়রা বন্দর ও কুয়াকাটা দুই দিনের সফরের পুনঃসংশোধিত সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আরও জানান, এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ৩০জন সফরসঙ্গী থাকবেন বলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান এক ফ্যাক্স বার্তায় জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ