এদিকে খবর পেয়ে সকাল ১১টায় রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, এমন দুর্ঘটনা স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের অবহেলার কারণেই ঘটতে পারে। তাই এদের দুজনকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন এলেই ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ও লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল টেন ও বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ট্রেন কাকিনা স্টেশনে ক্রসিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই স্টেশনে ভাঙচুর করে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট সদর ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।