ঠোঁটে এসে মিশে যাচ্ছে ঠোঁট৷ একবার নয়, দু’বার নয় বারবার৷ তা তো হবেই৷ কেননা একখানা গোটা গান যে এই ঠোঁটে ঠোঁট মেশানো নিয়েই৷ আর তা পর্দায় তুলে ধরতেই ২৪ ঘণ্টা ধরে ইমরানের ঠোঁটে ঠোঁট মেশালেন কঙ্গনা রানাওয়াত৷ ‘কাট্টি বাট্টি’ ছবির ‘লিপ টু লিপ কিসিয়া’ ছবির গানের জন্য এই দীর্ঘতম চুম্বনে জড়াতে হল তাঁদের৷
জানা গিয়েছে, ৩ দিন ধরে হয়েছে এ ছবির শুটিং৷ তিনদিন ধরে আটঘণ্টা করে গানের দৃশ্যায়নের জন্য ঠোঁটে ঠোঁটে মিলিয়েছেন কঙ্গনা৷ শুটিংয়ে ব্যবহৃত হয়েছে নতুন একটি প্রযুক্তি৷ স্টপ মোশন টেকনোলজিতে এই গানের শুটিং হয়েছে৷ দেশে এই প্রথম এই প্রযুক্তিতে কোনও গানের শুটিং হল৷তাও এমন গানে, যেখানে নায়ক নায়িকাকে বারবার চুমু খেতে হল৷ তবে ছবির মুখপাত্র জানিয়েছেন, কঙ্গনা-ইমরান দু’জনেই এতখানি পেশাদার যে, এ দৃশ্য শুট করতে তাঁদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি৷
নিখিল আদবানীর এ ছবি রোম্যান্টিক কমেডি হলেও, এতে আছে রহস্যের ছোঁয়াও৷ ছবিমুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর৷