৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘‘দীপিকা এত সু্ন্দর..আমি সারা জীবন ধরে ওর জন্য অপেক্ষা করব।’’ – রণবীর সিং

সরাসরি নয়, তবে ঘুরিয়ে নাক ধরলেন রণবীর। সম্প্রতি ‘বাজিরাও মস্তানি’-এর প্রথম গান প্রকাশ অনুষ্ঠানে এসে রণবীর সিং জানালেন, ‘‘দীপিকা এত সু্ন্দর..আমি সারা জীবন ধরে ওর জন্য অপেক্ষা করব।’’  তবে একই স্টেজে উপস্থিত রয়েও চুপ থাকলেন দীপিকা। তাই শেষমেশ বন্ধুত্বের ট্যাগই ঝুলে রইল দীপিকা-রণবীর সম্পর্কে।

দীপিকা আর দুই রণবীরকে নিয়ে বলিউডে শুরু হয়েছে জোর গুঞ্জন। সম্প্রতি প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর ‘তামাশা’র শুটিংয়ের শেষ দিনে দীপিকার সঙ্গে আর দেখা হবে না বলে কেঁদেই ফেললেন! আবার অন্য দিকে রণবীর সিংহও মন দিয়েছেন নায়িকাকে। পুনেতে প্রকাশ্যে জানালেন দীপিকার জন্য অপেক্ষা করছে তিনি। যদিও অনেকদিন ধরেই শোনা যাচ্ছে কাপুরের সঙ্গে ব্রেকআপের পর সিংয়ে প্রেমে মজেছেন দীপিকা। কিন্তু এখন প্রকাশ্যে এই প্রেমের কথা স্বীকার করেনি পিকু।

অবশ্য এইদিন রণবীর অবশ্য পরে বলেন, রসিকতা করে কথাটা বলেছেন তিনি। গুন্ডের কথায় বললেন, ‘আপনারা সকাল থেকে এতক্ষণ আমাদের অপেক্ষায় বসে আছেন। তাই বলে ফেললাম, দীপিকা এতটাই সুন্দরী যে আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করতে পারি’। দীপিকা রণবীরের কথার মাঝেই বললেন, ‘আসলে ওর ইংরেজিটা আমি তখন বুঝতে পারিনি’।

‘বাজিরাও মস্তানি’র যে গানটি প্রথম মুক্তি পেল তা ভগবান গণেশকে উৎসর্গ করা হয়েছে। তাই মুক্তির সময় হিসেবে গণেশ চতুর্থীকে বেচে নেওয়া হয়েছে। সুখবিন্দর সিংহের গানে এবং বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে রিল-লাইফে জমিয়ে দিয়েছেন রণবীর-দীপিকা। রিয়েল লাইফেও তাঁরা জুটি হিসেবে থাকবেন কিনা এখন সেটাই দেখার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ