[english_date]

দীপিকার সঙ্গে প্রতারণা করেছেন রণবীর

রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক টেকেনি। পরবর্তীতে দীপিকা বিষণ্নতায় আক্রান্ত হন। ঐ সময় তার মা ভেবেছিলেন প্রেম সম্পর্কিত কোনো বিষয় নিয়ে সে এই সমস্যায় পড়েছে।

এটা সবারই জানা যে, দীপিকা রণবীর কাপুরকে ভীষণ ভালোবেসেছিলেন। কিন্তু ক্যাটরিনা কাইফের জন্য রণবীর তাকে ছেড়ে চলে যায়। কিছু প্রতিবেদনে বলাও হয়েছিল, রণবীর নাকি দীপিকার সঙ্গে প্রতারণা করেছেন।

দীপিকার বিষণ্নতা নিয়ে তার মা উজালা পাড়ুকোন বলেছেন, আমি দীপিকার মধ্যে বিষণ্নতার লক্ষণ দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম, প্রেম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সে হয়তো বিষণ্নতায় ভুগছে। কিন্তু পরে জানলাম, মানসিক ও শারীরিক চাপের জন্য এটি হয়েছে। তখন তাকে একজন মানসিক  রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম।

সম্প্রতি ‘লিভ লাভ লাফ’ নামের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি এনজিও চালু করেছেন দীপিকা পাড়ুকোন। এই সংগঠনটি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ