৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘দিলওয়ালে’ জুটি এখন মজেছেন পুত্র প্রেমে

‘দিলওয়ালে’ জুটি এখন মজেছেন পুত্র প্রেমে। একদিকে ব্যস্ত সিডিউলের মাঝে ছেলের জন্মদিন পালন করতে ছুটি নিচ্ছেন কাজল। অন্যদিকে শুটিংয়ের ফাঁকে কখনও মেয়ের সঙ্গে লাঞ্চ, তো কখনও ছেলের জন্য  শপিংয়ে মজেছেন বাদশা । সম্প্রতি হায়দরাবাদ থেকে শুটিং শেষে মুম্বই ফেরার পথে আব্রামের জন্য একটি হলুদ খেলনা গাড়ি কিনে বাড়ি ফিরলেন শাহরুখ খান।

রোহিতের ‘দিলওয়ালে’ ছবির শুটিংয়ের জন্য কখনও লন্ডন, কখনও আইসল্যান্ড তো কখন হারদরাবাদ ঘুরে ফিরছেন কিং খান। এদিকে বাবা ন্যাওটা আব্রাম তো শাহরুখকে মিস করে একাকার। তাই একপ্রকার ঘুষ দিতেই খেলনা কিনলেন নায়ক।

কাজের চাপে হারদরাবাদ থেকে কিছু কেনার সময় পাননি পাপা শাহরুখ। কিন্তু এতদিন পর খালি হাতেও তো ফেরা দায়। অগত্যা মুম্বই বিমান বন্দরে নেমে সটান ঢুকে পড়লেন একটি খেলনার দোকানে। আর কিনে ফেলছেন একটি খেলনা গাড়ি। কারণ ছোট আব্রামের যে গাড়ির খুব শখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ