[english_date]

দিন দিন বাড়ছে বিবাহ বিচ্ছেদ ! কেন?

বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার মধ্যে বিবাহবিচ্ছেদ অন্যতম৷ গোটা বিশ্বে বিবাহবিচ্ছেদের হার ক্রমবর্ধমান৷ পরিসংখ্যান বলছে, ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে বিবাহবিচ্ছেদের সংখ্যা ছিল ৫৬,০০০ সেখানে ২০০২ এ দেখা গেছে বিবাহবিচ্ছেদের সংখ্যা ১,৬০,০০০৷ইওরোপেও এই সময়ের মধ্যে প্রায় ২০ শতাংশ বিবাহবিচ্ছেদের হার বেড়েছে৷ পাশ্চাত্য দেশগুলির মতো লাফিয়ে লাফিয়ে না বাড়লেও বিবাহবিচ্ছেদের হার বেড়েছে রক্ষনশীল দেশ ভারতে৷ দিল্লিতে ১৯৬০ সালে  প্রতি বছর ১-২ টি বিবাহবিচ্ছেদ মামলা দায়ের হত৷ ১৯৮০ এর – প্রতি বছর ১০০-২০০বিবাহবিচ্ছেদ মামলা, ১৯৯০ সালে প্রতি বছর ১০০০ বিবাহবিচ্ছেদ মামলা হত৷ এক লাফে বেড়ে ২০০০- প্রতি বছর ৯০০০ বিবাহবিচ্ছেদের  মামলা দায়ের হয়েছিল দিল্লিতে৷
দেখা যাচ্ছে , বিবাহবিচ্ছেদ ক্ষেত্রে ৭০ শতাংশ ২৫-৩৫ এর মধ্যে বয়সের ব্যক্তি দ্বারা দায়ের করা হয়৷ ৮৫ শতাংশ বিয়ের প্রথম তিন বছরে বিবাহবিচ্ছেদ করেন৷

বিবাহবিচ্ছেদ হার বাড়ার কারণ
১. একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়া৷
২. মানুষের চাহিদা বাড়ছে৷
৩. অনেকক্ষেত্রে অফিসের কাজের চাপ দাম্পত্য জীবনে ঢুকে সমস্যা দেখা দিচ্ছে৷
৪. সমঝোতার অভাব
৫ অবৈধ সম্পর্কের জের
৬. সোশ্যাল নেটওয়ার্কিং এর দাপট বৄদ্ধি

মনোবিদের পরামর্শ
১. স্বামী-স্ত্রীর একে-ওপরকে সময় দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
২ . দাম্পত্য জীবন সম্পর্কে সচেতন এবং দায়িত্বশীল হন৷
৩. স্বামী-স্ত্রীর উভয়রই স্বার্থপর মনোভাব ত্যাগ করুন৷
৪. দাম্পত্য জীবনে কোনো সমস্যা টের পেলেই অভিজ্ঞ মনোবিদের দ্বারা অবশ্যই কাউন্সেলিং করান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ