প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বেসরকারি সংস্থা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগের সংস্থার ১৯১ জন প্রতিবন্ধী এবং ৭৫ জন ভূক্তভোগীর মাঝে নগদ এক হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।
পল্লী সমাজের সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি দিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবন্ধী ও ভূক্তভোগীদের মাঝে খাদ্য সহায়তার নগদ অর্থ বিকাশের মাধ্যমে প্রদান করা হয়। একইভাবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৮ জন প্রতিবন্ধী ও ৮ জন ভূক্তভোগীর মাঝে নগদ অর্থ বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।
এই ক্রান্তিকালে সংস্থার পক্ষ থেকে নগদ এক হাজার ৫০০ টাকা পেয়ে উপকার স্বীকার করে ব্রাক’কে ধন্যবাদ জানান প্রতিবন্ধী ও ভুক্তভোগীরা।
অন্যদিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের পার্বতীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোলাম মাবুদের ব্যক্তি উদ্যোগে এলাকার গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ক্লিনিক চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নর পার্বতীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোলাম মাবুদ প্রমুখ।
এলাকার গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবন, আটা ও আলু বিতরণ করা হয়।
পেশাগত দায়িত্ব পালনে করোনাভাইরাসের প্রভাব থেকে সুরক্ষা দিতে জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে সাবেক গণশিক্ষা মন্ত্রী বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র হাতে পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) তুলে দেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, আব্দুস সাত্তার, সৈয়দ মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ এবং ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, সদস্য হারুন উর রশিদ, সদস্য বাদল চন্দ্র প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয় করোনাভাইরাসের প্রভাব থেকে গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য পিপিই প্রদান করায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা তাঁর প্রতি কৃতজ্ঞ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল বলেন, গণমানুষের নেতা সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার একজন গণমাধ্যম বান্ধব ব্যক্তি। অন্যান্যের সাথে তিনি গণমাধ্যমকর্মীদেরও নিয়ে চিন্তা করেন। আর এ কারণে করোনার প্রভাব থেকে সুরক্ষা দিতেই গণমাধ্যমকর্মীদের পিপিই প্রদান করেছেন।