দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়হরিপুর দাড়িয়াপাড়া গ্রাম থেকে শামসুন নাহার (৬২) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ওই গ্রামে বৃদ্ধার নিজের ঘর থেকে অর্ধ গলিত মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার জানান, শামসুন নাহার ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। বাড়ি বলতে বড়হরিপুর দাড়িয়াপাড়া গ্রামে একটি ঝুপড়ি ঘর। সারাদিন ভিক্ষা শেষে রাতে এসে ঝুপড়ি ঘরে ঘুমাতেন। স্বামী তৈয়ব আলী কয়েক বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়ে রাশিদা স্বামীর সঙ্গে যশাইহাট এলাকায় থাকেন। প্রতিবেশীরা কেউ তার খোঁজ রাখতেন না। এসআই আরো জানান, ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার উৎস খুঁজতে থাকেন। সোমবার বিকেলে শামসুন নাহারের বন্ধ ঘরের ভেতরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় শামসুন নাহারের মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ৭/৮ দিন আগে প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে শামসুন নাহারের মৃত্যু হয়েছে।