পাকিস্তানে নৌবাহিনীর আদালত পাঁচ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে যোগসাজশের অভিযোগে তাদের এই শাস্তি দেয়া হয়।দু’বছর আগে, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর করাচির নেভাল ডকইয়ার্ডে হামলার ঘটনায় এ পাঁচ কর্মকর্তা জড়িত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সাব লেফটেন্যান্ট হামাদ আহমদের বাবা অবসরপ্রাপ্ত মেজর সাঈদ আহমদের বরাত দিয়ে পাক সংবাদ মাধ্যম আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে দায়েশের সঙ্গে যোগসাজশ ছাড়াও বিদ্রোহ, ষড়যন্ত্র এবং ডকইয়ার্ডে অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছিল। দণ্ডপ্রাপ্ত অপর চার কর্মকর্তা হলেন, ইরফানউল্লাহ, মোহাম্মদ হামাদ, আরসালান নাজির এবং হাসিম নাসির।
গোপনে তাদের বিচার হয়েছে এবং করাচি কারাগারে আটক ছেলের সঙ্গে দেখা করতে যেয়ে এ বিষয়ে জানতে পারেন মেজর সাঈদ।
জানা যায় গত মাসের ১২ তারিখে অভিযুক্তদের বিচার শেষ হয় এবং ১৪ তারিখে রায় ঘোষণা করা হয়েছিল।মেজর সাঈদ আবেদন করা সত্ত্বেও মামলা সংক্রান্ত কোনো কাগজপত্র দেয়া হয়নি বলে উল্লেখ করেন । নৌবাহিনীর আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।
পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস জুলফিকার ছিনতাই করে মার্কিন নৌবাহিনীর অন্যতম জ্বালানি ভরার কাছে ব্যবহৃত জাহাজে হামলার উদ্দেশ্য করাচির ডকইয়ার্ডে আক্রমণ চালানো হয়েছিল। পাক সংবাদ মাধ্যম প্রকাশিত খবরে এ দাবি করা হয়েছিল।