[english_date]

দাড়িমুখে ব্রাইডাল ফটোশুট

হরনাম কৌরের নাম শুনেছেন? ২৩ বছরের এই মহিলা ইংল্যান্ডের বার্কশায়ারের অধিবাসী। ছোটবেলা থেকেই তাঁর মুখে ভর্তি দাড়ি-গোঁফ। সেইজন্য এই মেয়েটি মনে মনে খুবই কষ্ট পেতেন, শেভিং থেকে ওয়্যাক্সিং এমনকী ব্লিচিংও করিয়েছেন তিনি মুখকে সুশ্রী করতে, কিন্তু হিতে বিপরীত হয়ে ওসবে কোনও কাজ হয়নি, বরং মুখের দাড়ি আরও ঘন হয়েছে।

ভয় পাননি এই সাহসী মেয়ে, লজ্জায় নিজেকে ঘরের কোণে ঢুকিয়ে দরজা বন্ধ করে রাখেননি। বদলে শিখধর্মের আদর্শ মেনে মুখের দাড়ি-গোঁফকে বাড়তে দিয়েছেন। এমনকী এই রূপ নিয়েই তিনি ব্রাইডাল ফটোশুট করে ফেললেন।

কনের সাজে র‍্যাম্পে হেঁটে প্রমাণ করলেন বাইরের রূপ কিছুই নয়, এবংকোনওকিছুর জন্যই নিজেকে কষ্ট দেওয়ার দরকার নেই, নিজেকে বদলানোর দরকার নেই  শুধু আত্মবিশ্বাস আর সাহসই দরকার নিজেকে নিজের মতো রাখতে।মৌলবাদীদের হুমকিও অগ্রাহ্য করেছেন এই মেয়ে। রূপের বাণিজ্যের এই জগতে হরনাম সত্যিই ব্যতিক্রমী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ