উপকরণ:
- সুজি – আধা কেজি
- পানি – ৬ কাপ
- ঘি – আধা কাপ
- চিনি – আধা কেজি
- গোলাপ জল – ১ চা চামচ
- এলাচ – ৩ টি
- দারচিনি – ২ টুকরা
- সবুজ বা কমলা ফুড কালার – সামান্য
- বাদাম কুচি – এক কাপ বা বেশি
প্রনালি :
- সুজি ৬ কাপ পানিতে ২/৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
- এরপর হাত দিয়ে সুজি খুব ভাল করে কচলে নিন ।
- এবার কচলানো সুজি ২-৩ বার ছেঁকে মাড় বের করে নিন । সুজির এই মাড়ই নেশেস্তা ।
- এবার ননস্টিক কড়াইতে ঘি গরম করে এলাচ ও দারচিনি দিয়ে এর ভেতর সুজির মাড় ও চিনি দিয়ে নাড়তে থাকুন ।
- কিছুক্ষন পর এর ভেতর পছন্দের রঙের ফুড কালার, বাদাম কুচি আর গোলাপ জল দিয়ে দিন ।
- মৃদু আঁচে ঘন ঘন নাড়তে থাকুন লক্ষ রাখবেন হালুয়া যেন কড়াইয়ের নিচে না লেগে যায় ।
- হালুয়া জমাট বেঁধে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসলে আর চকচকে দেখালে নামিয়ে ঘি মাখানো প্লেটে ঢেলে দিন ।
- চামচ দিয়ে হালুয়া সমান করে উপরে বাদাম কুচি ছড়িয়ে হালুয়া ঠাণ্ডা হতে দিন ।
- হালুয়া ঠাণ্ডা হয়ে গেলে পছন্দ মতো আকারে কেটে পরিবেশন করুন চমৎকার নেশেস্তার হালুয়া ।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
Posted by earthnews24 on Thursday, January 28, 2016
আর্থনিউজ২৪ / উর্মি / ৮৮ /২৮ জানুয়ারি