দারুণ এক ক্রিকেটীয় অধ্যায় রচনার সামনে টাইগাররা। রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় হবে বাংলাদেশের। আর সে-দিকেই দৃষ্টি আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্বাগতিকদের।
অন্যদিকে, সিরিজ বাঁচাতে মরিয়া ধোনির ভারত। রোববার মিরপুরে দু’দলের ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোমাঞ্চিত জয় পাবার পরও, বাংলাদেশকে এই মুহূর্তে নির্ভার বলা হলে ঠিক হবে না। মেলবোর্নের স্বপ্নচুরির প্রতিশোধ নেয়া হয়েছে। এবার পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ।
গত বছর জুনে ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর, মাশরাফির নেতৃত্বের দেশের মাটিতে টানা ৯ ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার জয়রথটাকে ১০ এ নিতে চান ম্যাশ।
তবে প্রথম ম্যাচের দাপুটে জয়ের পরও দলের পারফরম্যান্স মন ভরাতে পারেনি কোচ হাথুরুসিংহের। তাই তো তামিম-সাকিবদের শিক্ষক এখনও উন্নতির জায়গাটা দেখছেন বড় করে।
চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা জিতলেও, দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট না। আমাদের উন্নতির আরও সুযোগ আছে। তবে খেলার ধরণেও পরিবর্তন আনবো না আমরা। মাঠে আগ্রাসী এক বাংলাদেশকেই দেখবে প্রতিপক্ষ। ভারত অনেক শক্তিশালী একটি দল। এই ম্যাচে ফেভারিট না হলেও, নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরাই জিতবো।’
অন্যদিকে শুধু প্রথম ম্যাচের হার নয়। অধিনায়ক ধোনিকে নিয়েও বেসামাল টিম ইন্ডিয়া। মাঠে তার অপেশাদার আচরণে ক্রিকেট মহলে হয়েছেন সমালোচিত। তবে সে সব বিতর্ক নিয়ে ভাবছে না দলটি। প্রথম ম্যাচে হারলেও, তাদের বিশ্বাস ঘুরে দাড়াতে সক্ষম ভারত। তবে সিরিজ বাঁচাতে যে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তাই তো দলের থিংক ট্যাংক হিসেবে যোগ দিয়েছেন নির্বাচক রজার বিনি।
ভারত জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান রোহিত শর্মা বলেন, ‘আমাদের বিশ্বাস আছে আমরা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবো। আগের ম্যাচে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে আমাদের এই দলটিই বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে। তাই আমরা পরিকল্পনা মত ও আগ্রাসী ভাবে খেললে নিশ্চয়ই জয় পাবো।’
স্বাগতিকরা অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামলেও. ভারত দলে আসতে পারে একটি পরিবর্তন।
প্রতিশোধের ষোলআনা পূর্ণ করার পাশাপাশি ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। আর তা করতে পারলেই ওয়ানডে ক্রিকেটের নতুন পরাশক্তি হিসেবে মর্যাদার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের।