[english_date]

দাম কমলো মডেম-রাউটারের

বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এবং সাধারণ মানুষের কাছে ইন্টারনেটের ব্যবহার সহজ ও সুলভ করার জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক আবারও তাদের ফ্ল্যাশ ব্র্যান্ডেড ডিভাইস মডেম, মাই-ফাই এবং পকেট রাউডারের দাম কমাল। এক ধাপে মডেমের মূল্য ১ হাজার ৬০০ টাকা থেকে হ্রাস করে ১ হাজার ৩৯০ টাকা, মাই-ফাই রাউডারের মূল্য ৩ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার ৭০০ টাকা এবং পকেট রাউডারের মূল্য ৪ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গ্রাহক ১ হাজার ৩৯০ টাকা মূল্যে ডঙ্গল কিনলে পাচ্ছেন ১টি ফ্রি ডাটা সিম এবং ১ এমবিপিএস স্পিডের ২ জিবি ফ্রি ডাটা, ২ হাজার ৭০০ টাকার মাই-ফাই রাউডারের সঙ্গে থাকছে ১টি ফ্রি ডাটা সিম, ১ এমবিপিএস স্পিডের ১০ জিবি ফ্রি ডাটা এবং ৩ হাজার ৪৯০ টাকার পকেট রাউডারের সঙ্গে থাকছে ১টি ফ্রি ডাটা সিম এবং ১ এমবিপিএস স্পিডের ১০ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা ব্যবহারের মেয়াদ ৩০ দিন। কম দামে মূল্যের ফ্ল্যাশ ব্র্যান্ডেড ডিভাইসগুলি টেলিটকের সব কাস্টমার কেয়ার এবং রিটেইলশপগুলোতে পাওয়া যাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ