১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দশম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার

না এবারও হল না৷ গত জুলাইয়ে উইম্বল্ডন ফাইনালেও নোভাক জকোভিচের কাছে হারের পর এবারও ব্যর্থ রজার ফেডেরার৷ ফের বাজিমাত করলেন বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ৷ রবিবার ফ্লাশিং মেডোয় ফেড-এক্সকে হারিয়ে কেরিয়ারের দশম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি৷ সার্বিয়ান স্টার ৬-৪ ৫-৭ ৬-৪ ৬-৪ সেটে ফেডেরারকে হারান৷ অন্যদিকে, ২০১২ থেকে কোনও গ্র্যান্ড স্ল্যাম আসল না ফেডেরারের৷

চার সেটের লড়াইয়ে জোকার ছ’বার ফেডেরারের সার্ভ ব্রেক করেন৷ ২৩ এর মধ্যে ১৯টি ব্রেক পয়েন্ট নিয়ে ২৮তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচের ২৭টিই জিতলেন তিনি৷ পাশাপাশি এই মরশুমের তিন নম্বর গ্র্যান্ড স্ল্যামও চলে এল তাঁর৷ এই নিয়ে ফেডেরারের সঙ্গে ৪১ বারের সাক্ষাতকারে ২০ বার জিতেছেন জোকার৷ ২১ বার ফেডেরার৷ এদিনের পর ফেডেরার-জোকারের জয়ের সংখ্যা সমান হয়ে গেল৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ