নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য দলের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।
সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি সরকারে থাকতে এ দেশের নারী সমাজের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। নারী সমাজের অশিক্ষার অন্ধকার ঘুঁচিয়ে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য অনেক কার্যকর উদ্যোগ নিয়েছে। ফলে নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার কারণে তাদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠে। একই সঙ্গে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছে।
এসময় বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান খালেদা জিয়া।