ভারতীয় টেলিভিশনের দর্শকদের মন ভেঙে দিলেন অ্যাডাল্ট স্টার মিয়া খলিফা। তাও মাত্র একটা ট্যুইটেই। গুঞ্জন শোনা যাচ্ছিল, বিগ বস ৯-এ আসতে পারেন পর্ন দুনিয়ার নম্বর ওয়ান পর্নস্টার খলিফা। কিন্তু খলিফা নিজেই একটি ট্যুইট করে এধরনের সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন। তিনি এও বললেন, ভারতে নাকি তিনি পা’ও রাখতে চান না।
মিয়া খলিফা ঠিক কী লিখেছেন ট্যুইটে?
তিনি লিখেছেন, একটা কথা সাফ জানিয়ে দেওয়া উচিত। আমি ভারতে পা’ও রাখতে চাই না। তাই যারা এ ধরনের কথা প্রচার করছেন যে আমি ‘বিগ বস’-এ আগ্রহ দেখিয়েছি, তাদের এখনই চাকরি থেকে ছাঁটাই করা উচিত।
এদকে মিয়া খলিফা তো বলেই খালাস। কিন্তু তাঁর এই ট্যুইট মাথাব্যাথা বাড়িয়েছে পর্ন নির্মাতা ওয়েবসাইটগুলির। মিয়া খলিফার এহেন কড়া মন্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল সাইটে লিখেছেন, একজন পর্নস্টারের মুখে ভারত নিয়ে এহেন মন্তব্য শোভা পায় না। এমনকি কেউ কেউ মিয়া খলিফার পর্ন বয়কট করারও ডাক দিয়েছেন।