৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দমননীতি ও অগণতান্ত্রিক আচরণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্রদল

দমননীতি ও অগণতান্ত্রিক আচরণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্রদলদমননীতি ও অগণতান্ত্রিক আচরণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশের শিশুহত্যা বাড়ছে।

আওয়ামী লীগ সরকারের দমননীতি ও অগণতান্ত্রিক আচরণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল-উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার জন্য সরকারকেই দায়ী করেন তিনি।[ad id=”28167″]

ইউপি নির্বাচন নিয়ে বিএনপি’র প্রস্তুতি কেমন এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সার্বিক প্রস্তুতি নিলেও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি আশাবাদী না।

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ক্রমাগত বিতর্ক সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে ক্ষমতাসীন দল ও সরকারের পাঁয়তারা সফল হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বর্তমান সরকার অনির্বাচিত। এই সরকারের অধীনে অতীতের কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। ভবিষ্যতেও হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্টু হতে পারে না।

গত পৌরসভা নির্বাচনেও এর প্রমাণ আমরা পেয়েছি। এরপরেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে যাবে।

বিএনপির আসন্ন কাউন্সিল প্রসঙঙ্গে তিনি বলেন, আমরা কাউন্সিলের জন্য ভেন্যু চেয়ে ছিলাম কিন্তু এখন পর্যবন্ত আমাদের অনুমতি দেয়া হয়নি। আশাকরি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিয়ে আমাদের অনুমতি দেওয়া হবে।

দেশে গণতন্ত্র অনুপস্থিত উল্লেখ করে তিনি বলেন, আজকে ছাত্রদলের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ভোটের অধিকার ফিরিয়ে দিতে অতীত ঐতিহ্য ভ্যানগার্ড হিসেবে আগামী দিনে ভুমিকার রাখবে এই শপথ নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্র দল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক মো. আক্রমুল হাসান, দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারি সহ ছাত্রদলের নবগঠিত কমিটির বিভিন্নি ইউনিটের নেতাকর্মীরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ