[english_date]

‘দঙ্গল’ ছবির ফার্স্ট লুক

জল আর মাটি, মানের কাদার কাখাড়া। আর তাঁর মাঝেই জ্বলজ্বল করছে দু’টো চোখ। তিনি পর্দার কুস্তিগীর মহাবীর সিংহ ফোগট। আর বাস্তবের আমির খান। সোমবার মুক্তি পেল নীতীশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ছবির ফার্স্ট লুক। সেখানে লেখা রয়েছে, ‘আজ সে দঙ্গল শুরু’।

তিনি বলিউডের মিঃ পারফেকশনিস্ট৷ ছবির প্রয়োজনে কোনও কিছু করতেই পিছপা হন না৷ আগামী ছবি ‘দঙ্গল’-এর জন্য আপাদমস্তক নিজেকে বদলে ফেলেছেন আমির খান৷ তাঁর ওজন এখন প্রায় ৯০ কেজি৷ এতটা ওজন বাড়ানোর কারণে শ্বাসকষ্টের মতো সমস্যাও হচ্ছে অভিনেতার৷ হাঁটাচলাও তেমন করতে পারছেন না৷ কিন্তু দমে যাওয়ার পাত্র নন৷ এসব সহ্য করেই দঙ্গল-এ নিখুঁত হয়েই হাজির হচ্ছেন আমির৷

কুস্তিগির মহাবীর ফোগটের জীবন নিয়ে তৈরি এ ছবিকেও কেরিয়ারের একটি ল্যান্ডমার্ক করে রাখতে চাইছেন তিনি৷ ‘পিকে’-র তুমুল সাফল্যের পর দর্শকের কাছে তাঁর প্রত্যাশা মাথায় রেখেই এরকম এক চ্যালেঞ্জিং চরিত্র নিয়েছেন তিনি৷ এ ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাক্ষি তানওয়ারকে৷ আগামী বছরের ডিসেম্বর নাগাদ মুক্তি পাবে আমিরের ‘দঙ্গল’৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ