বিরাট-ধোনিদের জন্য এখনও প্রধান কোচ খুঁজে উঠতে পারেনি বিসিসিআই৷ তাই আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও বিরাটদের ‘হেডস্যার’ হিসেবে দেখা যাবে সেই রবি শাস্ত্রীকেই৷
অক্টোবের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা৷ চার টেস্টের সিরিজ ছাড়াও পাঁচটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে হাশিম আমলা, এবি ডে’ভিলিয়ার্সরা৷ সুতরাং প্রোটিয়াদের বিরুদ্ধে কঠিন লড়াই বিরাট- ধোনিদের৷ টেস্টে বিরাট কোহলি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিলেও ওয়ান ডে ও টি-২০-তে এখনও রাজ্যপাঠ মহেন্দ্র সিং ধোনির হাতেই৷ ডিরেক্টর হিসেবেও গুরুত্বপূর্ণ হতে চলেছে শাস্ত্রীর ভবিষ্যত৷ বোর্ডের সুত্রের খবর, ‘বোর্ড এখন অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ব্যস্ত৷ সময়ের অভাবে নতুন কোচের ভাবনায় নেই বিসিসিআই৷ সুতরাং আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও শাস্ত্রীই ডিরেক্টর তথা প্রধান কোচের ভূমিকা সামলাবে৷’
পোস্টটি যতজন পড়েছেন : ২০০