থাইল্যান্ডের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশী পন্য রফতানিতে শুল্ক ও কোটামূক্ত সুবিধা বাড়ানোর আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন,‘বর্তমানে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৬৪ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এ বিপুল ঘাটতি কমাতে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশী পণ্যের বাণিজ্য সুবিধা আরো সম্প্রসারণ করা প্রয়োজন। পণ্য রফতানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা আরো বাড়াতে হবে। এজন্য থাইল্যান্ড সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
থাইল্যান্ড সফররত তোফায়েল আহমেদ আজ ব্যাংককে সেদেশের বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্নের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তোফায়েল অহমেদ বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানসম্পন্ন তৈরী পোশাক,পাটজাত পণ্য, ঔষধ এবং ফার্নিচারসহ বিভিন্ন পণ্য তৈরী করছে। উন্নত দেশে এখন বাংলাদেশের পণ্য রফতানি হচ্ছে, সেখানে চাহিদাও দিন দিন বাড়ছে।থাইল্যান্ডের বাজারেও এর প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু নানা সমস্যার কারনে প্রত্যাশা পরিমাণ পণ্য থাইল্যান্ডে রফতানি হচ্ছে না।
তিনি জানান,গত অর্থ বছরে থাইল্যান্ডে বাংলাদেশী পণ্য রফতানির পরিমাণ ছিল ৩ কোটি ২৭ লাখ ডলারের,একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৬৮ কোটি ডলারের পণ্য।
মন্ত্রী বলেন,থাইল্যান্ডে বাংলাদেশের তৈরী পণ্যের পরিচিতি বাড়াতে ‘একক দেশের পণ্য মেলা’ করার বিষয়ে বর্তমান সরকার আগ্রহী।এ বিষয়ে থাইল্যান্ড সরকারের সহযোগিতা প্রয়োজন।থাইল্যান্ডের ভোক্তাগণ বাংলাদেশী পণ্যের সাথে পরিচিত হলে, থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরী পোশাকসহ বিভিন্ন পণ্যের চাহিদা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন,বাংলাদেশ রফতানি পণ্য ও বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।বর্তমানে আমাদের রফতানির পরিমাণ ৩২’শ কোটি ডলার। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা একে ৬ হাজার কোটি ডলারে উন্নীত করতে চাই সেলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে।
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে যেসব বাণিজ্যিক জটিলতা রয়েছে,তা চিহ্নি করে জরুরীভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য জয়েন্ট ট্রেড কমিশনকে কার্জকর করার ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রী।
বাংলাদেশ বর্তমানে থাইল্যান্ডে তৈরি পোশাক, মাছ, ঔষধ, পাটজাত পণ্য, বিশেষায়িত বস্ত্র, রাবার, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রেনিক যন্ত্রপাতিসহ চাহিদা মোতাবেক বিভিন্ন পণ্য রফতানি করছে।
উল্লেখ্য,জাতিসংঘের ইকনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড প্যাসিফিক(ইসক্যাপ)-এর এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের দ্বাদশ কনফারেন্সে যোগ দিতে তোফায়েল আহমেদ এখন ব্যাংককে রয়েছেন।