৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিদেশীয় সিরিজ খেলতে রাজি ক্যারিবীয়রা, হতাশা টাইগার শিবিরে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগস্টে পাকিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে সেই আলোচিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি আয়োজিত হওয়ার কথা রয়েছে।

এফটিপিতে সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলা না থাকলেও জিম্বাবুয়ের এ আয়োজনকে স্বাগত জানিয়েছে তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাওয়ার সুযোগটা নিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যেই। ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশ আর ভারতের বিপক্ষে ২-১-এ ওয়ানডে সিরিজ জিতে ৯৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন র‍্যাঙ্কিংয়ের সাতে। এই তালিকায় ৮৮ পয়েন্ট নিয়ে অষ্টম ও ৮৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ জিতলেই ক্যারিবীয়দের টপকে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। এফটিপিতে সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলা না থাকায় নিজেদের অষ্টম স্থানটা ঝুঁকিতে ভেবেই আগস্টের এই ওয়ানডে সিরিজে খেলতে সম্মতি জানিয়েছে ক্যারিবীয়রা।

২০১৭ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এ ট্রফিতে খেলবে আয়োজক দেশ ইংল্যান্ড এবং র‌্যাঙ্কিংয়ে থাকা প্রথম সাত দল। সেই হিসাব অনুযায়ী ৯৩ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা একরকম নিশ্চিতই ছিল। কিন্তু হঠাৎ করেই এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ফলে টাইগার শিবিরে কিছুটা হলেও চিন্তার ভাজ ফেলে দিয়েছে। কেননা, পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে যায়, আর ত্রিদেশীয় সিরিজে যদি ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করে তাহলে বাংলাদেশকে ছিটকে পড়তে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।

অবশ্য পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের এই চক্রান্ত সফল হবে না। যদি আগামী মাসে নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে একটি ওয়ানডে জয় লাভ করে বাংলাদেশ। জিতলেই নিজেদের ৯৩ পয়েন্টের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দূরত্বটা আরও বাড়িয়ে নিতে পারবে টাইগাররা। সে ক্ষেত্রে সপ্তম দল হিসেবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হয়ে যাবে শতভাগই। তবে একটি ম্যাচও না জিতলে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ও জিম্বাবুয়ের ওই ত্রিদেশীয় সিরিজের দিকে হয়তো কিছুটা উদ্বেগ নিয়েই বাংলাদেশেকে তাকিয়ে থাকতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ