সাইনা নেহওয়াল, পি ভি সিন্ধু ছিটকে গেলেও জাপান ওপেনে মুখ রাখলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লী কাশ্যপ৷ ছেলেদের সিঙ্গলসে অপর ভারতীয় তারকা কে শ্রীকান্তকে ছিটকে দিয়ে জাপান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন কাশ্যপ৷ দ্বিতীয় রাউন্ডে ছেলেদের সিঙ্গলসে ২১-১১ ও ২১-১৯ পয়েন্টে জিতেছেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷
জাপান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে উচ্ছ্বসিত পি কাশ্যপ৷এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা বলেছেন, ‘ আসাধারণ অনুভূতি৷ জাপান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে খুব ভালো লাগছে৷ এই জয় আমার আত্মবিশ্বাস যোগাবে৷ এই জয় পরবর্তী পবে আরও ভালো খেলতে সাহায্য করবে৷’
এদিকে ম্যাচ হেরে হতাশ কে শ্রীকান্ত ৷ তিনি একান্তভাবে এই ম্যাচটি জিততে চেয়েছিলেন৷তবে ভারতীয় কাশ্যপের কাছে হেরেছেন বলে চূড়ান্ত হতাশা নেই শ্রীকান্তের৷
পোস্টটি যতজন পড়েছেন : 563
























