১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তুরস্ক উপকূলে নৌকাডুবে ১৩ শরণার্থীর মৃত্যু

তুরস্ক উপকূলে শরণার্থীবাহী একটি ডিঙি নৌকা ও ফেরির মধ্যে সংঘর্ষে চার শিশুসহ মারা গেছে কমপক্ষে ১৩ শরণার্থী। স্থানীয় দোগান সংবাদ সংস্থা জানায়, রোববারের ওই ঘটনার সময় নৌকাটিতে শিশুসহ ৪৬ জন শরণার্থী ছিলেন।

শরণার্থীবাহী নৌকাটি তুরস্কের কানাক্কালি বন্দর থেকে গ্রিসের লেসবস যাচ্ছিলো। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখন পর্যন্ত ১৩ জন নিখোঁজের কথা জানিয়েছে সংবাদ সংস্থাটি। তবে, শরণার্থীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে জানা যায়নি।

এর আগে রোববার ভোরে গ্রিসের উপকূলে ৪৬ জন অভিবাসী নিয়ে একটি নৌকাডুবে যায়। কোস্টগার্ড ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিবাসীদের সবাই সিরিয়া এবং আফগান নাগরিক বলে জানা গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ