[english_date]

তুরস্কের ইস্তাম্বুলে আজ থেকে প্রথম মানবিক শীর্ষ সম্মেলন

জাতিসংঘ আয়োজিত প্রথম মানবিক শীর্ষ সম্মেলন তুরস্কের ইস্তাম্বুলে আজ থেকে শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশ নিচ্ছেন সংসদ সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ড. হাবিব মিল্লাত।

এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিয়ে অবস্থান তুলে ধরা হবে। এই সম্মেলনে ১৫৩ টি দেশের ২৩ হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বন্যা, বাস্তু চ্যুতি এবং তার সঙ্গে সম্পর্কিত যেসব সমস্যা মোকাবেলা করে, সম্মেলনে সেসব তুলে ধরবেন তিনি।

এছাড়া নারীর ক্ষমতায়ন এবং সমঅধিকার নিশ্চিত করার জন্য সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তাও তুলে ধরা হবে বলে জানা যায়।

জাতিসংঘ বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমান সময়েই বিশ্ব সবচেয়ে বড় ধরণের মানবিক সংকটের মুখোমুখি হয়েছে। আর তা কাটিয়ে উঠতে বৈঠক আহ্বান করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বান কি মুন আহবানের উদ্দেশ্য একটি উপায় খুঁজে বের করা। তবে এই সম্মেলন থেকে কতটা ফল পাওয়া যাবে এনিয়ে সন্দেহও রয়েছে, কারণ জি সেভেন দেশগুলোর মধ্যে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল ছাড়া আর কোন শীর্ষনেতা এই সম্মেলনে যোগ দিচ্ছে না। তাছাড়া দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রতি অনাস্থা জানিয়ে এরই মধ্যে সম্মেলন থেকে সরে দাঁড়িয়েছে দাতব্য সংস্থা মেডসঁ সঁ ফ্রতিয়ে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ