
আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি:
যে গ্রামের মানুষ কোন দিন শহীদ মিনার দেখেনি । যে গ্রামে কোন দিন ভাষা শহীদদের স্মরনে শ্রোদ্ধা জানানো হয় । নেই শহীদ মিনার । সেই তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীর বিরান চরাঞ্চলে আজ উদ্ধোধন করা হলো শহীদ মিনার । চরাঞ্চলের মানুষের শ্রোদ্ধা নিবেদনের জন্য নির্মিত শহীদ মিনার উদ্ধোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোটের বিচারপতি মুহম্মদ খুরশীদ আলম সরকার।
গাইবান্ধা থেকে ফুলছড়ি ঘাট হয়ে নদীপথে ও বালুচর পার হয়ে যেতে হয় বাঘবাড়ির চর । এখানে সাড়ে ৪ শতাধিক বাসিন্দা । নেই স্কুল কলেজ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্টান । নেই ভাষা সৈনিকদের শ্রোদ্ধা নিবেদনের জন্য কোন শহীদ মিনার । এখানকার মানুষ যুগযুগ ধরে তারা জানেনা কে ভাষা সৈনিক আর কে মুক্তিযোদ্ধা । এসব বিবেচনা করে গণ উন্নয়ন কেন্দ্র নামের একটি সেচ্ছাসেবী সংগঠন নির্মান করে বাংলাদেশের প্রথম স্পীকার শাহ আব্দুল হামিদ এর নামে একটি আনন্দলোক বিদ্যালয়। পাশে নির্মান করেন শাহ আব্দুল হামিদ আনন্দলোক স্কুলের শহীদ মিনার । আজ দুপুরে নব নির্মিত এই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে উদ্ধোধন করেন সুপ্রিম কোটের বিচারপতি মুহম্মদ খুরশিদ আলম সরকার। পরে আলোচনায় অংশ নেন উন্নয়নকর্মী আবদুস সালাম ,উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লাহ ।