প্রয়াত আতাউর রহমান খাঁন কায়সার, এম.এ. মান্নান, কাজী ইনামুল হক দানু- এই তিনজন কৃতি শুদ্ধতম রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা জাতির সম্পদশালী মানব সম্পদ। স্মরণে-বরণে কীর্তিমান এই ত্রয়ীকে অন্তরে ধারণ করার লক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার আয়োজনে আগামী ২৫ অক্টোবর রোববার বিকেল ৪ টায় নগরীর থিয়েটার ইনষ্টিটিউট চট্টগ্রাম (টিআইসি মিলনায়তনে) অনুষ্ঠিত হবে প্রণম্য তিন সূর্যসারথী স্মরণানুষ্ঠান।
স্মরণানুষ্ঠান আয়োজক পরিষদের আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি ড. মাহমুদ হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খ্যাতিমান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বরেণ্য বুদ্ধিজীবী, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
প্রণম্য পিতার প্রতি সন্তানদের শ্রদ্ধাঞ্জলী জানিয়ে বক্তব্য রাখবেন প্রয়াত আতাউর রহমান কায়সারের সুযোগ্য কন্যা ওয়াসিকা আয়েশা খান এম.পি, এম.এ. মান্নানের সুযোগ্য পুত্র আবদুল লতিফ টিপু, কাজী ইনামুল হক দানু’র সুযোগ্য পুত্র কাজী রাজেশ ইমরান। এই প্রণম্য ত্রয়ী সূর্যসারথী স্মরণানুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল রাজনীতিক, লেখক, সাংবাদিক, সংগঠক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও পেশাজীবীদের উপস্থিত থাকার জন্য আয়োজক পরিষদের সদস্য সচিব অনুপ বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ মুজিব আহমেদ, প্রধান সমন্বয়কারী লিটন রায় চৌধুরী, সমন্বয়কারী খোরশেদ আলম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বার্তা প্রেরক :খোরশেদ আলম ,সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট