ওয়ালস্যাল, নিউক্যাসেল ও সাউদ্যাম্পটনের বিরুদ্ধে খেলতে পারবেন না চেলসি স্ট্রাইকার দিয়েগো কোস্তা৷ মাঠে হাতাহাতি করার জন্য ফুটবল অ্যাসোসিয়েশন তাঁকে তিন ম্যাচ নির্বাসিত করেছে৷ গত শনিবার চেলিস ২-০ গোলে আর্সেনালকে হারালেও অস্বস্তিতে থেকেই যাচ্ছে জোসে মোরিনহোর দলের৷
গত শনিবার ২৬ বছর বয়সি কোস্তা আর্সেনালের গ্যাব্রিয়েল পাউলিস্তার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ার আগেই আরেক ডিফেন্ডার লরাঁ কোসিয়েলিনির মুখে খিমচে দিয়েছিলেন। এই ঘটনাটি ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি এড়িয়ে গেলেও পরে ভিডিওতে ধরা পড়ে কস্তার এই কাণ্ড। প্রথমার্ধের শেষ দিকে ঝামেলায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন গ্যাব্রিয়েল ও কোস্তা। এই ঘটনার রেশ ধরে চেলসি স্ট্রাইকারকে বুট দিয়ে ইচ্ছাকৃত ভাবে পায়ে মারায় রেফারি মাইক ডিন লাল কার্ড দেখান গ্যাব্রিয়েলকে। পরে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন এই ডিফেন্ডারও। আর্সেনালের আবেদনে অবশ্য গ্যাব্রিয়েলের এই নিষেধাজ্ঞা খারিজ হয়ে যায়। কিন্তু কোস্তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছে না চেলসি৷তাঁরা এই সিদ্ধান্তর বিরুদ্ধে অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আবেদন করবে৷