[english_date]

তিন বছরেই মধ্যে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

আগামী তিন বছরের মধ্যে মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট হিসেবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫’ উদ্বোধন করে তিনি এমন ঘোষণা দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নতুন আবিষ্কারে উদ্যোগী হতে দেশের উদ্ভাবকদের নির্দেশ দেন রাষ্ট্রপতি। এসময় তিনি বলেন, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হলে ইন্টারনেটের প্রসারে আরো এগিয়ে যাবে বাংলাদেশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ