আর্থনিউজ২৪: বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে’ এক অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ।
তিনি বলেন, ‘তারেক রহমান বিদেশে থেকে দেশ নিয়ে চিন্তা করেন। কিন্তু তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা জানি তিনি দেশ, জনগণ, রাজনীতি অর্থনীতি এমনকি ঢাকার যানজট নিয়েও চিন্তা করেন। তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন। জনগণ দায়িত্ব দিলে তিনি দেশের উন্নয়নের জন্য সকল দায়িত্ব পালন করবেন।’
তিনি বলেন, ‘গ্রেফতারি পরোয়ানা দিয়ে তারেক রহমানকে ঠেকানো যাবে না। বীরের বেশ নিয়ে তিনি দেশে ফিরে আসবেন।’
তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তি কখনও রাষ্ট্র হয় না। রাষ্ট্রের সংজ্ঞা হলো ভুখণ্ড থাকবে জনগণ থাকবে সরকার থাকবে সবমিলিয়ে রাষ্ট্র। কিন্তু ব্যাক্তি নিয়ে মন্তব্য করলে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। গত ৯ বছরে তারেক রহমানের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ নেতারা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে তারেক রহমানের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছেন।’
বিএনপির এ নেতা বলেন, ‘কার্ড খেলায় একটা কথা আছে যখন কিছু খেলার পাবে না তখন রং খেলে। সরকারের অবস্থাও সেরকম হয়েছে। সরকার যখন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারছে না রং খেলার মতো মিথ্যা মামলা দিচ্ছে।’
যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, ‘তারা মামলায় জর্জরিত হয়ে আত্মগোপনে রয়েছে এবং দলের জন্য কাজ করছে।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে যারা পাকিস্তানের চর বলছে, বঙ্গবীর কাদের সিদ্দীকিকে রাজাকার বলছে তারাই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিষেদাগার করছে।’
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ।