বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু বলায় এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে ডিবি পুলিশ এ প্রতিবেদন দাখিল করে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। আজ বিচারক প্রতিবেদনটি গ্রহণ করে বাদীর উপস্থিতিতে আগামী ৭ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 285