দলীয় শত রানে বিদায় নিল বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ২৪ তম ওভারে সিকান্দার রেজার বলে ক্যাচ আউট হন তিনি।
জিম্বাবুয়ের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তাউরাই মুজারাবানি ও লুক জংউই-এর কাছে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ। নবম ওভারে মাত্র ৩০ রানে ওপেনার লিটন দাস ও মাহমুদুল্লাহকে সাজঘরে ফেরায় এই দুই জিম্বাবুয়ের বোলার। এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন তামিম-মুশফিক জুটি। কিন্তু তামিমের বিদায়ে আবারো বিপর্যয়ের শঙ্কায় বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলে ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যান লিটন দাস। এরপর তামিম ও মাহমুদুল্লাহ কিছুটা সামলে উঠলেও ৮.৩ ওভারে মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। পানিয়াঙ্গারার দুর্দান্ত একটি ইনসুইংয়ে বোল্ড হন তিনি।
এরপর ভেঙে যাওয়া বাংলাদেশের ইনিংস মেরামতে লেগে যায় তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। কিন্তু তামিমকে হারিয়ে মুশফিক সাকিব হাল ধরলেও সিকান্দর রাজার হাতে পরাভূত হল ব্যাক্তিগত ১৬ রানে। বর্ত মানে মুশফিক ৫৬(৫৮) এবং সাব্বির ২(৭) রান নিয়ে মাঠে আছেন। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান।
এর আগে শনিবার দুপুরে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।
সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুমবুরা।