৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘তামাশা’ দেখালেন রণবীর-দীপিকা

যতবার অনস্ক্রিন এসেছেন, ততোবার তাঁরা বাজিমাত করেছেন৷ এমনকী বিচ্ছেদও তাঁদের পর্দার রসায়ন ফিকেকরতে পারেনিষ ব্রেক আপের পরও ‘ইয়ে যওয়ানি হ্যায় দিওয়ানি’তে মাতিয়ে দিয়েছিলেন তাঁরা৷সেই জুটি ফিরছে আবার৷ সম্প্রতি মুক্তি পেল রণবীর-দীপিকার নতুন ছবি ‘তামাশা’র ট্রেলর৷

ইমতিয়াজ আলির এ ছবি ডুব দেবে প্রেম ও সম্পর্কের গহিনে৷চিত্রনাট্যের পাতায় সে সব উপাদানই সাজিয়ে রেখেছেন ৷ অার কাস্টিংয়েও রেখেছিলেন সেই চমক৷ রণবীর, দীপিকা আক্ষরিক অর্থেই এই প্রজন্মে সমপর্কের নতুন সংজ্ঞা এনেছেন৷ ব্রেক আপের পরেও যে বন্ধুত্বের সম্পর্ক একইরকম রাখা যায়, তাঁরা তা দেখিয়েছেন৷ এহেন জুটিতেই ইমতাজ সাজিয়েছেন তাঁর ‘তামাশা৷’ এ ছবি দুই অভিনেতার কেরিয়ারেও খুব গুরুত্বপূর্ণ৷ ‘পিকু’ ছবির ব্যাপক সাফল্যের পর দর্শকের প্রত্যাশা পূরণের ভার দীপিকার কাঁধে৷ অন্যদিকে পরপর ফ্লপে নায়ক রণবীরের ক্যারিশমা অনেকটাই ফিকে৷ এ ছবি তাই তাঁর ফিরে আসার অবলম্বন৷ ট্রেলর দেখাল, সে প্রত্যাশা তাঁরা পূরণ করতেই চলেছেন৷

ইমতিয়াজ আলির ছবির ঘরানা অনুযায়ী ট্রেলরেই ইঙ্গিত মিলল, এ ছবি অ্যাটিটিউডে স্মার্ট৷ হিউমার আর চেনা জীবনের ছক থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা আছে এ কাহিনিতেও৷ এ ছবিতে রণবীর ও দীপিকার নাম যথাক্রমে বেদ ও তারা৷ নিজেদেরকে অন্য অনেকের থেকে আলাদা করতে গিয়েই তারা নিজেদেরকে নিয়ে যায় মিথ্যের দুনিয়ায়৷ পরে যখন সত্যির জগতে ফিরে আসতে হয় তাদের, তখন কী ঘটে৷ কোনটাতাহলে আসল তামাশা৷ এ প্রশ্নেরই উত্তর ছবিজুড়ে৷ ছবিতে মিউজিক কম্পোজ করেছেন এ আর রহমান৷

ট্রেলর লঞ্চে খোশমেজাজেই দেখা গেল দু’জনকে৷ অভিনেতা হিসেবে দীপিকার উত্তরণে খুশি রণবীর৷দীপিকাও জানালেন, তামাশাতে রণবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তিনি জীবনভর মনে রেখে দেবেন৷ ট্রেলর লঞ্চের মঞ্চে তামাশা নিয়ে লেখা একটি কবিতাও শুনিয়ে দিলেন রণবীর৷ জানালেন, দীপিকা ও ইমতিয়াজের সঙ্গে কাজ করার সময় তিনি তেমন চাপে থাকেন না৷দীপিকা জানালেন, তাঁর কাছে রণবীরের সেরা ছবি ‘বরফি’৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ