[english_date]

তাজমহলের মনুমেন্ট থেকে পড়ে জাপানি পর্যটকের মৃত্যু

তাজমহলে মৃত জাপানি পর্যটক। বৃহস্পতিবার তাজমহলের মনুমেন্ট থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় জাপানের নাগরিক এইচ ইউদা। এর পর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওই ব্যক্তি।

তাজ গঞ্জ পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুতে তাজমহল বেড়াতে আগ্রা আসেন ইউদা ও তাঁর আরেক বন্ধু। আগ্রা ফোর্ট ও ফতেপুর সিক্রি পরিদর্শনের পরে তাজমহলের ভিতরে মনুমেন্ট পরিদর্শনে গিয়ে হঠাৎ সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট পায় আইচ ইউদা। স্থানীয় হাসপাতালে ভরতি করা হলে শুক্রবার মৃত্যু হয় তাঁর।

ইতিমধ্যেই নয়াদিল্লির জাপানি দূতাবাসে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ সন্ধানে তদন্ত করতে চায় জাপান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ