১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তবে কি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে না

আজ রবিবার গাজাবাসীর জন্য বহুল প্রতীক্ষিত একটি দিন। গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার কথা আজ। কিন্তু ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে নতুন সমস্যা দেখা দিয়েছে।

কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দিয়েছেন। কিন্তু স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির অন্তত ২৪ ঘণ্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা প্রকাশ করার কথা। তবে হামাস বলছে, ‘প্রযুক্তিগত কারণে’ বিলম্ব হয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের কাছে একটি বিবৃতি দেবেন। আশা করা হচ্ছে যে তিনি যুদ্ধবিরতি বিলম্বিত হওয়ার কারণগুলো উল্লেখ করবেন এবং পরবর্তী সময়ে কী ঘটতে পারে তার রূপরেখা দেবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ