[english_date]

তথ্য-প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে শিক্ষাকে সহজ করে তোলা সম্ভব

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা ব্যবস্থায় তথ্য-প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে সহজ করে তোলা সম্ভব। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এর কোনও বিকল্প নেই।

গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিএড প্রোগ্রামে শিক্ষা বিস্তরণ শীর্ষক জাতীয় কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাউবি’র প্রযুক্তি শিক্ষার প্রসার, প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদানের ব্যাপক কর্মসূচি এক যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষকদের তা ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সহজভাবে পৌঁছে দিতে হবে। এ জন্য শিক্ষকদের নিজেদেরকে প্রস্তুত করতে উদ্যোগী হতে হবে।

তিনি বলেন, আর্থসামাজিক কারণে বা সুযোগ-সুবিধার অভাব এবং শিক্ষার বিভিন্ন স্তরে যারা ঝরে পড়ে তারা যে কোনও বয়সে যে কোনও স্তরে এই সুযোগ লাভ করতে পারে।

প্রাথমিক থেকে সর্বোচ্চ শিক্ষা লাভের এই সুযোগ বাউবি নিশ্চিত করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাউবির ৫ লাখ ৭০ হাজার শিক্ষার্থী রয়েছে। আগামীতে ১০ লাখ শিক্ষার্থী এর আওতায় আসবে বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ