তথ্য না দেয়ায় এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য কমিশন রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল মোত্তাকিনকে জরিমানা করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার এই জরিমানা এবং নির্দেশ দেয় তথ্য কমিশন।
সূত্র জানায়, আলাউদ্দিন আল মাছুম নামে একব্যক্তি হাইকোর্টের একটি নির্দেশ ভাটারা থানায় পৌঁছেছে কি না জানতে চেয়ে আবেদন করেন। ওসি ওই আবেদন গ্রহণে অস্বীকার করলে মাছুম তথ্য কমিশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্য কমিশন ওসিকে ডেকে পাঠায়। কিন্তু তিনি উপস্থিত হননি।
শুনানিতে হাজির না হওয়ায় এবং প্রয়োজনীয় তথ্য না দেয়ায়, তথ্য অধিকার আইনে ওসি নুরুল মোত্তাকিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অমান্য করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে।