১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন ক্ষমতার হালুয়া রুটির লোভে’

আর্থনিউজ২৪: ক্ষমতার হালুয়া রুটির লোভে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা দলটির আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মন্ত্রীত্ব টিকিয়ে রাখতে দেশে বিভেদের রাজনীতিকে ইনুরা উস্কে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিপন বলেন, সুষ্ঠ নির্বাচন হলে ইনুর জামানত বাজেয়াপ্ত হবে এটা সবাই জানে। প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখতে ও নিজের মন্ত্রীত্ব রক্ষা করতে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করে যাচ্ছেন।

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে নিম্নরুচির বক্তব্যে তীব্র নিন্দা জানান রিপন।

৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার অধিকাংশ দায় ইনু গংদের দাবি করে তিনি বলেন, তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে একদিনও শান্তিতে থাকতে দেয়নি ইনুরা। যা আওয়ামী লীগের সিনিয়র নেতারা জানেন। তখন হত্যা, লুণ্ঠন ও গুদামে আগুন দেয়াসহ মৌলবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো ইনুরা।

রিপন বলেন, দোষারোপ ও গ্রেফতারের রাজনীতি দিয়ে দেশের চলমান সংকট উত্তরণ করা যাবে না। সংকট সমাধানে সুশীল সমাজ ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা বসে এর সমাধান করার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে প্রেরণ করায় তীব্র ও নিন্দা জানিয়ে অবিলম্বে আটককৃত নেতাদের মুক্তি দাবি করেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ