রবিবার রাত সাড়ে ৯টার দিকে বার্ন ইউনিটের ৬তলা ভবনের নিচ তলার এ-৪ নম্বর ফ্লাটে একটি রুমের দরজা ভেঙ্গে ফাঁস দেয়া অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মিথিলা (২৬) নামে এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
শাহবাগ থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক মিথিলার রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে রাখা হয়েছে।
আত্মহত্যার কারণ তদন্ত করে বের করা হবে বলেও জানান তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : 122