[english_date]

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রি: আটক ১২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ১২ জনকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার জানান, জাল প্রশ্নপত্র বিক্রির খবর পেয়ে ডিবির একটি দল বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় টাকার বিনিময়ে ‘ক’ ইউনিটের প্রশ্নপত্র বিক্রির জন্য ওই ১২ জনকে আটক করা হয়।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
এ বছর ‘ক’ অনুষদে এক হাজার ৬৬০টি আসনের জন্য ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ৩৫০ জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ