২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদককে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাকান গ্রুপের চেয়ারম্যান শাহে আলম মুরাদকে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম জিজ্ঞাসাবাদ করছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি তাকে তলবি নোটিশ পাঠায় দুদক। নোটিশে তাকে দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে, শাহে আলম মুরাদ জোর করে মাকান গ্রুপের চেয়ারম্যান হয়েছেন। ডিজনী ডিজাইন অ্যান্ড ডেভেলপার হঠাৎ করেই মুরাদ দখল করে নিয়েছেন। এছাড়া নামে বেনামে তার বিপুল পরিমাণ সম্পদ আছে বলে দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ