রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন ফিলিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শনিবার দিবাগত মধ্যরাতে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের পথে এ যাত্রাবিরতি করবেন তিনি।
এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
যাত্রাপথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি দুই ঘণ্টার জন্য যাত্রাবিরতি করবেন। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৪