
ঢাকা ছাড়া দেশব্যাপী ১৪ দলের মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে দলটি। মুক্তিযুদ্ধ ইস্যুতে পাকিস্তানের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দেশব্যাপী ২৪ ফেব্রুয়ারির মানববন্ধন কর্মসূচি নিয়েছিল ১৪ দল।
তবে জোটের বেশ কয়েকজন নেতা জানান, পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিতের বিষয়ে জোটের মধ্যে কোনো আলোচনা হয়নি।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার
দুপুরে কর্মসূচি স্থগিতের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলমান থাকায় আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পূর্বঘোষিত কেন্দ্রীয় ১৪ দলের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তবে, এ বিষয়ে আওয়ামী লীগ ছাড়া অন্য শরিক দলের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান স্থগিতের বিষয়টি তারা জানেন না।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা জানান, স্থানীয় সরকার নির্বাচনের কারণে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে বৈঠক করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা বিষয়টি আমি এখনও জানি না।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বিষয়টি আমি জানি না। তবে জোটের সমন্বয়ক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
উল্লেখ্য, একই দাবীতে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দলীয় জোট।