[english_date]

ঢাকায় মোদি-মমতা একান্ত বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রধানের সঙ্গে এই বৈঠক করেন মোদি।

শনিবার বিকেল ৩টার দিকে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছান মমতা। এরপর বৈঠকটি শুরু হয়। মোদির বাংলাদেশ সফর উপলক্ষে গতরাতে ঢাকায় আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মোদির বৈঠকের কথা থাকলেও তা বাতিল করে মমতার সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

এর আগে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তিস্তা চুক্তিসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ