বাড়ি থেকে রাগ করে বেরিয়ে ঢাকায় আসা মেয়েকে হন্যে হয় খুঁজছেন বাবা। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে কান্নাভেজা কন্ঠে এ অবস্থার কথা জানান মোতালেব মিয়া নামে এক ব্যক্তি। তার মেয়ের নাম সুমাইয়া আক্তার। তারা বরগুনার আমতলী ইউনিয়নের বরগুনা ৭ নং ওয়ার্ড পৌরসভা হাসপাতাল রোডের স্থায়ী বাসিন্দা।
সুমাইয়া আমতলী ডিগ্রী কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। কলেজ ড্রেসেই বাকবিতণ্ডার পর বাড়ি থেকে বেরিয়ে আসেন। গায়ের রং শ্যামলা পরনে ছিল কলেজ ড্রেস। তার পিতা মোতালেব হোসেন একজন কৃষক। মা নাসিমা আক্তার একজন গৃহবধূ।
গতকাল সোমবার দুপুর ১২টায় ইলিশা পরিবহনের একটি বাসে সুমাইয়া আক্তার ঢাকায় আসেন। পরিবহনটির একাধিক শ্রমিক তাকে বাসে উঠতে এবং ঢাকায় এসে নামতে দেখেছেন বলে জানান।
মোতালেব মিয়া বলেন, ঢাকায় আমার মেয়েকে তন্নতন্ন করে খুঁজতেছি। আমি জানি না সে কোথায় আছে। মেয়েকে ছাড়া আমি বাড়ি ফিরব না। আপনাদের সহযোগিতা কামনা করছি।
সুমাইয়াকে ঢাকার কোথাও দেখা গেলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ তার বাবা মোতালেব মিয়ার৷ 01615217120, 01744217864,01728562916 01753398241।