[english_date]

ড্র -তে র‌্যাংকিং -এ ভারতের পতন বাংলাদেশের উন্নতি

ফতুল্লা টেস্টে ড্র হওয়ায় উপকারই হয়েছে বাংলাদেশের। ফতুল্লা টেস্টে ড্র হওয়ায় উপকারই হয়েছে বাংলাদেশের। ‌র‌্যাংকিং-তো পরিবর্তন হয়নিই, উল্টো রেটিং বেড়েছে টাইগারদের। তবে ক্ষতিই হয়েছে ভারতের। র‌্যাংকিং-রেটিং দু’টিতেই অধপতন হয়েছে টিম ইন্ডিয়ার।
নবম স্থানে থেকে ফতুল্লা টেস্ট খেলতে নামে বাংলাদেশ। এসময় টাইগারদের রেটিং ছিলো ৩৯। আর তৃতীয় স্থানে থেকে টেস্ট খেলতে নেমেছিলো ভারত। তাদের রেটিং ছিলো ৯৯। তবে টেস্ট ড্র হওয়ায় র‌্যাংকিংয়ে নবম স্থানেই আছে বাংলাদেশ। তবে রেটিং বেড়ে হয়েছে ৪১।
আর টেস্ট ড্র করায় চতুর্থ স্থানে নেমে গেছে ভারত। সেই সাথে রেটিং দুই কমে হয়েছে ৯৭।
আর যথারীতি র‌্যাংকিং-এ শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়াও। আর ভারত চতুর্থ স্থানে নেমে যাওয়ায় তৃতীয় স্থানে উঠে গেছে নিউজিল্যান্ড।
আইসিসি টেস্ট র‌্যাংকিং :
দল ম্যাচ পয়েন্ট রেটিং
দক্ষিণ আফ্রিকা ২১ ২৭৩৮ ১৩০
অস্ট্রেলিয়া ২৩ ২৪৯২ ১০৮
নিউজিল্যান্ড ২৯ ২৮৭৫ ৯৯
ভারত ২৩ ২২৪২ ৯৭
ইংল্যান্ড ৩০ ২৯২০ ৯৭
পাকিস্তান ২০ ১৯৩৫ ৯৭
শ্রীলংকা ২১ ২০১৯ ৯৬
ওয়েস্ট ইন্ডিজ ২৩ ১৯২৭ ৮৪
বাংলাদেশ ১৯ ৭৮৩ ৪১
জিম্বাবুয়ে ১০ ৫৩ ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ