পাকিস্তানের নর্থ ওয়াজিরিস্তানে হামলা চালিয়ে পাঁচ সন্ত্রাসবাদীকে নিকেশ করল পাক এয়ারফোর্স৷ আফগানিস্তান সীমান্তের কাছে কারওয়ান্দা এলাকায় এই হামলা চালানো হয়৷ পাক সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে ড্রোনের মাধ্যমে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে জঙ্গিদের ডেরায়৷ সেই হামলায় তালিবানের পাঁচ শীর্ষস্থানীয় জঙ্গি মারা গিয়েছে৷ পেশওয়ার হামলায় ওই পাঁচ জঙ্গি জড়িত ছিল বলে জানতে পেরেছিল পাক সেনা৷
গত জুন মাসে তালিবানের বিরুদ্ধে অল আউট অপারেশন চালানো হয়েছিল বলে দাবি করেছিল পাকিস্তান৷ অপারেশেনের নাম ছিল জার্ব-ই-আজাব৷ সেই সময় পাকিস্তানে তালিবানকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে দাবি করেছিল ইসলামাবাদ৷ কিন্তু সেই অপারেশনের পরও পাকিস্তানে পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি তালিবান৷ দুর্বল হলেও মাঝে মধ্যেই তারা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে৷
ড্রোন হামলায় নিহত পাঁচ জঙ্গি
