সম্প্রতি রাজধানীতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার জন্য নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। তারপরও মিটারে যাওয়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে তর্কাতর্কি লেগেই থাকে। এবার এই সমস্যার একটা প্রযুক্তিগত সমাধান তৈরি করেছেন অ্যাপ্লিকেশন ডেভেলপার সারোয়ার মিরাল।
‘সিএনজি ফেয়ার ক্যালকুলেটর’ নামের এই অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনটি গত ৫ নভেম্বর থেকে গুগল প্লে–স্টোরে পাওয়া যাচ্ছে। মাত্র পাঁচ দিনে পাঁচ হাজারেরও বেশি বার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়েছে প্লে–স্টোর থেকে।
অ্যাপটিতে পাড়ি দেওয়া পথের দূরত্ব এবং রাস্তায় জ্যামের জন্য বসে থাকা অলস সময়ের জন্য আলাদা দুটি ঘর রয়েছে। এ ঘর দুটিতে যথাক্রমে অতিক্রান্ত দূরত্ব এবং অলস বসে থাকার জন্য ব্যয় হওয়া সময় উল্লেখ করলে খুব সহজেই অ্যাপটি বলে দেবে ভাড়া কত হয়েছে।
এরপরও সিএনজি অটোরিকশায় থাকা মিটারের ভাড়া এবং এই অ্যাপের হিসাবকৃত ভাড়ায় কোনো গড়মিল থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানালে সহায়তা পাওয়া যাবে। কেননা, অভিযোগকেন্দ্রের ফোন নম্বরগুলোও দেওয়া রয়েছে অ্যাপটিতে।